আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:০৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, দেশগুলো মানবাধিকার ও আইনের শাসনের কথা বলে, কিন্তু তারাই বেআইনিভাবে খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বঙ্গবন্ধুর পরিবারের ১৬ সদস্যের নামে বৃক্ষরোপন কর্মসূচী শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে লুকিয়ে আছে। আমরা দু’টি কেস জানি। একজন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এবং আরেকজন কানাডায়। বাকি তিন জনের অবস্থান অজানা।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা যে দেশে রয়েছে তারা মানবিকতার কথা বলে, মানবাধিকারের কথা বলে কিন্তু খুনিদের আশ্রয় দেয়াটা তাদের জন্য লজ্জার। তারা যেসব কথা বলে এর সঙ্গে এটা যায় না। খুনিরা ওই সব দেশের সরকারের প্রটেকশনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এমন অভিযোগ করে মন্ত্রী বলেন, এটি খুবই দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। যুক্তরাষ্ট্র এবং কানাডাকে বঙ্গবন্ধুর বিচার প্রক্রিয়ার বিস্তারিত অবহিত করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারের সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে আমরা তাদের জানিয়েছি।
এত কিছুর পরও তারা এখনো খুনিদের ফেরত দেয়নি। তবে আমরা আশা করি আমাদের এই বক্তব্যে পর তাদের বিবেক জাগ্রত হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নুর চৌধুরী কানাডায় রয়েছেন। তাদের ফেরাতে দেশ দু’টির সঙ্গে বছরের পর বছর ধরে দেন দরবার চলছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |