আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৮
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই থানা পুলিশ আশরাফ আলী মন্ডল (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আবেদ আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ প্রতিনিয়িত ছাগলকে খাওয়ানোর জন্য বিভিন্ন গাছ থেকে পাতা কাটেন। ঘটনার দিন গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাজারে যান। পরে সন্ধ্যার দিকে তিনি গ্রাম সংলগ্ন একটি জঙ্গলে পাতা নিতে আমগাছে উঠেন। স্থানীয়দের ধারনা ওই গাছ থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। এদিকে গভীর রাত পর্যন্ত আশরাফ বাড়ি না আসায় লোকজন তাকে খোঁজাখুজি করে তার সন্ধান করতে পারেনি। গতকাল রোববার সকালে লোকজন ওই পথ দিয়ে যাবার সময় মোবাইলের রিংটন শুনে সেখানে গিয়ে দেখতে পান আশরাফেল লাশ পড়ে রয়েছে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যায়। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানতে পেরে আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং গতকালই ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |