আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৫৭
রুহুল আমিন,আত্রাই(নওগাঁ)সংবাদদাতা:-নওগাঁর আত্রাই উপজেলায় গ্রীষ্মকালীন সবজি সজনা এবার গাছে গাছে সভা পাচ্ছে। অনুক‚ল আবহাওয়া ও প্রাকৃতিক কোন দূর্যোগ না থাকায় গত বছরের চেয়ে এ বছর বেশি সজনা উৎপাদন হয়েছে। সারা দেশব্যাপী সজনার ব্যাপক চাহিদা থাকায় এ সবজি চাষিদের মুখে হাসি ফুটেছে।
আত্রাই উপজেলার ৮ টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গঞ্জের সবখানে গাছে গাছে প্রচুর পরিমানে সবজি ধরেছে। হাট-বাজারে সজনার বিপুল পরিমাণে সরবরাহ বেড়েছে। মুখরোচক ও পুষ্টিগুনে ভরপুর সজনা স্থানীয়ভাবে বিক্রির পাশা পাশি রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। গতবারের চেয়ে এ বছর সজনার দাম বেশি যাচ্ছে। পাইকারি বাজারে প্রতি মণ সজনা বিক্রি হচ্ছে ১৬ শত টাকা থেকে ১৮ শত টাকা দরে। খুচরা বাজারে প্রতি কেজি সজনা বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা দামে।
উপজেলার সাহাগোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সবজি চাষি মো. ইসরাফিল আলম বলেন, আমার বাগানে এবার সজনার ভালো ফলন হয়েছে। প্রতিটি গাছ থেকে ৩-৪ মণ সজনা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছি।
ভবানীপুর গ্রামের বিষু মাঝি বলেন, আমি বাড়ির পাশে ২ টি সজনার গাছ রোপন করেছি। গাছ দুইটি থেকে ৭ মণ সজনা বিক্রি করেছি। এতে আয় হয়েছে ১২ হাজার টাকা।
অন্যান্য সবজির চেয়ে সজনার পুষ্টিগুন দ্বিগুণ হওয়ায় যে কোন বয়সের মানুষ সজনে খেতে ভালোবাসে। সবচেয়ে মজার ঘটনা হলো সজনা চাষের জন্য বিশেষ কোন পদ্ধতি গ্রহণ করতে হয় না। এর জন্য আলাদা কোন জমিরও প্রয়োজন হয় না। যে কোন পরিত্যাক্ত জমি, বাড়ির আঙিনা, বাড়ির পাগাড়, পুকুরপাড়, রাস্তা ও সড়কের দু’পাশ দিয়ে ফাঁকা শুস্ক জায়গায় সজনা গাছ লাগানো যায়। এর কোন সার ও বীজ প্রয়োজন হয় না। গাছের ডাল কেটে মাটির নিচে পুঁতে দিলেই সজনা গাছ জন্মায়। এছাড়া তেমন কোনো পরিচর্যারও প্রয়োজন হয় না। অবহেলা ও অযতেœ প্রকৃতিগত ভাবে সজনার গাছ বেড়ে ওঠে এবং পরিমিত সময়ে গাছে সজনা ধরে। বিনা খরচে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেকেই। আবার কেউ কেউ বাণিজ্যিকভাবে সজনা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
এ ব্যাপারে আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কষি কর্মকর্তা দিজেন্দ্রনাথ বলেন, উপজেলার সর্বত্রই সজনা চাষের জন্য খুবই উপযোগি। সজনা চাষের জন্য উপযোগি মাটি হওয়ায় এখানে বাণিজ্যিকভাবে সজনা উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |