আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২০
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন। তার আনুমানিক বয়স ৬০ বছর। গতকাল সোমবার বিকেল পৌনে তিনটার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গতকাল বিকেলে ঢাকাগামী আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেন আত্রাই রেল স্টেশনে অতিক্রম করছিল। এমন সময় ওই ব্যক্তি রেললাইনের পশ্চিম থেকে পূর্ব দিকে প্লাটফরমে উঠার চেষ্টাকালে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শান্তাহার জিআরপি থানার ওসি শাকিউল আজম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |