আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৯
রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই জমিজমাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষে আহততের মধ্যে একজন মারা গেছেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে। জানা যায়, উপজেলার জয়সাড়া গ্রামের আব্দুস ছামাদ সাহ ও মোজাম্মেল হকের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে মোজাম্মেল হক জায়গাটি দখল করতে গেলে আব্দুস ছামাদ ও তার লোকজন বাধা দেয়। এ সময় তাদের মাঝে বাকবিতন্ডার এক পর্যায় ভয়াবহ সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুস ছামাদ সাহ (৫৫), সবুর আলী সাহ (৪৫) ও বাধনের (৩৫) অবস্থার অবনতি হয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাজশাহী মেডিকেলে যাবার সময় পথিমধ্যে মারা যান সুবর আলী সাহ।
এ ব্যাপারে নিতহ সবুর আলী সাহ’র ছেলে আবু বক্কর ছিদ্দিক ওরফে আরিফ বাদি হয়ে ৯ জন ও অজ্ঞাতনারা আরও ৩/৪ জনকে আসামি করে আত্রাই থানায় একটি হত্যা মালা দায়ের করেছেন। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে মোজাম্মেল হক ওরফে কবি (৬০), তার স্ত্রী সাজেদা বিবি (৫২) ও কন্যা মিল্লাতুননেছা ওরফে মিনিকে (১৯) গ্রেফতার করে গতকাল শুক্রবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |