আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৯
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি ৬ বছর বয়সী শিশু ইব্রাহিম। সন্তানের খোঁজ না পেয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তার পিতা মাতা ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হজরত আলীর ছেলে মো. ইব্রাহিম (৬) গত ১০ নভেম্বর বাড়ির উঠানে খেলা করছিল। সন্তান দীর্ঘ সময় থেকে বাড়িতে না আসায় বেলা ১১ টার দিকে তাকে খোঁজাখুজি করে আর পাওয়া যায়না। এদিকে দিন রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুর সন্ধান না পাওয়ায় বাড়ি সংলগ্ন নদীতে ডুবুরি দিয়ে তালাশ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরদিন ১১ নভেম্বর শিশু ইব্রাহিমের পিতা হজরত আলী এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডি করেছেন (যার নং-৫০৪, তারিখ : ১১/১১/২০২২ ইং)। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, শিশুটি উদ্ধারে আমরা সর্বাতœকভাবে চেষ্টা করছি। ইতোমধ্যেই বিভিন্ন থানায় মেসেজ পাঠিয়েছি। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচারণার সাহায্যে শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। শিশুটি উদ্ধার হলে প্রকৃত রহস্য জানা যাবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |