আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৩
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে পুকুরে গিলে খাচ্ছে মাঠের ফসলি জমি। চলতি শুস্ক মৌসুমে চলছে মাঠে মাঠে পুকুর খননের মহোৎসব। এসব পুকুর খননের ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে মাঠের ফসলি জমি। ফসলি জমিতে পুকুর খননে সরকারী নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দেদারছে চলছে পুকুর খনন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন মাঠে চলছে পুকুর খননের মহোৎসব। কৃষিজাত ফসল উৎপাদনে বাড়তি পরিশ্রম, প্রাকৃতিক দুর্যোগে ফসল বিনষ্ট, ফলন বিপর্যয়ে কৃষকের লোকসানসহ নানা সমস্যার কারনে মাছ চাষে ঝুঁকছে অনেক কৃষক। এ অজুহাতে মাঠের অনেক জমি মালিকরা ফসলি জমি খনন করে পুকুর বানাতে উঠে পড়ে লেগেছে। এদিকে এক শ্রেনীর অসাধু ভেকু ব্যবসায়ীদের খপ্পরে পড়েও অনেকে তাদের জমি জলাসয় বানিয়ে মাছ চাষ করতে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভেকু মালিকরা জমির মালিকের সাথে শুধু খনন নয় বরং প্রশাসন ও সাংবাদিক ম্যানেজ চুক্তিও করে থাকেন। প্রশাসনও সাংবাদিকের নাম ভাঙিয়ে তারা জমি মালিকের নিকট থেকে দ্বিগুণ টাকা হাতিয়ে নেন।
এদিকে বিভিন্ন মাঠের তিন ফসলি জমি পর্যন্ত খনন করে পুকুর তৈরি করা হচ্ছে। এ ছাড়াও এসব ফসলি জমির মাটি বিক্রি করার জন্যও খনন করা হয়ে থাকে। উপজেলার শাহাগোলা ইউনিয়নের আকবরপুর মাঠে তিন ফসলি জমি খনন করে উজার করা হচ্ছে। এভাবে যত্রতত্র মাঠের ফসলি জমি বিনষ্ট করে পুকুর খনন অব্যাহত থাকলে আগামীতে কৃষি শস্যের সংকট দেখা দিতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা। মির্জপুর গ্রামের আব্দুল মজিদ বলেন, আমাদের এখানে তিন ফসলি জমির মাটি কেটে পুকুর িৈত করা হচ্ছে। আর এসব মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এলাকার বিভিন্ন কাঁচা-পাকা রাস্তা দিয়ে ট্রাক্টরে করে এ মাটি পরিবহনের ফলে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, সরকারী অনুমোদন না নিয়ে যত্রতত্র পুকুর খনন বা ফসলি জমিতে পুকুর খনন আইনত দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |