আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:২২
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আত্রাই উপজেলা শ্রমীক লীগের সাধরণ সম্পাদক সাহেবগঞ্জ গ্রামের রফিউদ্দৌলার ছেলে সরদার শোয়েব (৪০)। এ ঘটনায় সমগ্র বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ নিউমার্কেটের ২য় তলায় দিন দুপুরে ঘটনাটি ঘটেছে। আহত শোয়েবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার উপজেলা পরিষদ নিউ মার্কেটের ২য় তলায় “আত্রাই ইনফরমেশন সেন্টার” নামে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন। বেলা পৌনে ১২ টার দিকে তার প্রতিপক্ষের কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে তার উপর অতর্কিত আক্রমণ করে। প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে তার দুই হাতের কব্জির উপরে হাড্ডিসহ কেটে যায় এবং পায়ের রগও কেটে যায়। এ সময় তিনি মেঝেতে লুটিয়ে পড়লে আক্রমণকারীরা নির্বিঘেœ ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে দ্রæত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে এ ঘটনার সাথে সাথে বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার পর বিক্ষুদ্ধ হয়ে উঠে স্থানীয় জনতা। এ সময় তাদের হাতে স্থানীয় ব্যবসায়ী মন্টু সাহ (৫৫) নামের এক ব্যক্তি আহত হন। সংবাদ পেয়ে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের অতি দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নওগাঁ সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |