আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৪
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের নাকের ডগায় গুরুত্বপূর্ণ সরাকরি অফিসের সামনে জলাবদ্ধতার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘদিন যাবত এখানে পানি জমে থাকার ফলে দুর্গন্ধ বের হওয়ায় বিভিন্ন রোগ জীবানু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ মিলনায়তনের উত্তর পাশে রয়েছে উপজেলা খাদ্য অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা শিক্ষা অফিসসহ অন্যান্য সরকারি অফিস। এসব অফিসের লোকজনসহ জনসাধারণকে মিলনায়তনের উত্তর পূর্ব দিক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ওই মিলনায়তনের উত্তর পাশে জলাবদ্ধতা থেকে চরম দুর্গন্ধ ছড়ানোর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে লোকজন। এ ছাড়াও মিলনায়তনের পূর্ব পাশের রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে। এ রাস্তা দিয়ে উপজেলা সমাজসেবা অফিসের লোকজনসহ বিভিন্ন সেবা প্রার্থী লোকজনকে চরম কষ্ট করে যাতায়াত করতে হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোশারেফ হোসেন বলেন, চরম দুর্গন্ধের ফলে আমাদের অফিসে বসা মুশকিল হয়ে পড়েছে। এখান থেকে এডিস মশা জন্ম নিয়ে ডেঙ্গু রোগ ছড়ানোরও সম্ভাবনা রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, বিষয়টি আমি দেখেছি, উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বেল প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |