আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ ও জিআর এর টাকা বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে দুস্থ ও অসহায় লোকদের মাঝে এ টাকা বিতরণ করা হয়।
জানা যায়, এবারে উপজেলার ৮ ইউনিয়নে ৯ হাজার ২ শত ৬৬ জনের মাঝে ভিজিএফ’র জনপ্রতি ৪৫০ টাকা করে ৪১ লাখ ৬৯ হাজার ৭ শত টাকা বিতরণ করা হয়। এ ছাড়াও উপজেলার ৮ ইউনিয়নে ৪ হাজার দুস্থ লোকদের মাঝে ৫০০ টাকা করে ২০ লাখ টাকা জিআর হিসেবে বিতরণ করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার প্রতিটি ইউনিয়নে এ টাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সরকার এ টাকা বরাদ্দ দিয়েছে। যাতে প্রকৃত দুস্থ মানুষ এ টাকা পান এ জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্য কর্তৃক প্রস্তুতকৃত তালিকা ওয়ার্ড ভিত্তিক অফিসার নিয়োগ করে যাচাইবাছাই করা হয়। এরপর প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসারের মাধ্যমে ভিজিএফ ও জিআর এর টাকা বিতরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |