আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৮
রুহুল আমিন,আত্রাই(নওগাঁ)সংবাদদাতা:নওগাঁর আত্রাইয়ে মিষ্টি কুমড়া চাষে কৃষক খুশি। অল্প খরচে বেশি লাভের মুখ দেখছেন উপজেলার ৮টি ইউনিয়নের সবজি চাষীরা। নদী বিধৌত ও উর্বর পলি মাটির এলাকা হওয়ায় কৃষকরা চলতি মৌসুমে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকেছে। মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত সময় অগ্রহায়ণ মাস থেকে পৌষ মাসের মধ্যে কুমড়া বীজ রোপন করতে হয়। তারপর জমির পরিচর্যার পর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে মিষ্টি কুমড়া বাজারজাত করা হয়ে থাকে। এছাড়া সারা বছর বিভিন্ন জাতের মিষ্টি কুমড়ার কমবেশি চাষ হয়ে থাকে। সেগুলোও সবসময় বাজারজাত হয়ে থাকে।
উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সবজি চাষী আলতাফ হোসেন বলেন, গত বছর ১৫ শতক জমিতে মিষ্টি কুমড়া চাষ করতে আমার খরচ হয়েছিল ৩ হাজার ৫শত টাকা। কিন্তু আমি মিষ্টি কুমড়া বিক্রি করেছি ৬ হাজার টাকায়। এছাড়া ১টি মিষ্টি কুমড়া ৪ থেকে ৬ কেজি ওজনের হয়। বাজারে খুচরা ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়। আবার অনেক সময় পাইকাররা মিষ্টি কুমড়া ক্ষেতে এসে পাইকারি দরে ক্রয় করে নিয়ে যায়। তিনি আরো বলেন, ক্ষেতে মিষ্টি কুমড়া পাইকারি দিলে পরিবহন খরচ বেঁচে যায়। এতে আর্থিকভাবে লাভবান হয়ে থাকি। চলতি মৌসুমে আমি ১ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি খরচ হয়েছে ৬ হাজার ৫শত টাকা। কুমড়া গাছের চেহারা এখন ভালো আছে কোনো রোগ-বালাই নেই।
উপজেলার রায়পুর গ্রামের নজরুল, বাহার, রহিম, তয়েজ ও ইয়াদ আলী বলেন, আমরা প্রতি বছর মিষ্টি কুমড়ার চাষ করে থাকি। মিষ্টি কুমড়া খুব পুষ্টিগুণে ভরপুর তেমনি সুস্বাদু। এই মৌসুমি সবজির চাষ করে আমরা প্রতি বছর খুব লাভবান হয়ে থাকি। কেননা অল্প খরচে বেশি লাভ গুণতে আমরা অভ্যস্ত। আমাদের উৎপাদিত মিষ্টি কুমড়া এই অঞ্চলের চাহিদা পুরণ করে ঢাকা, সাভার, কাওরান বাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩ শত ৭৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। গত বছর এর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৩ শত ৫০ হেক্টর জমিতে। এ বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার অধিক জমিতে সবজি চাষ করা হয়েছে। সবজি চাষে কৃষক লাভবান হওয়ায় চলতি বছর সবজি চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিজেন্দ্রনাথ বলেন, আমরা প্রতিনিয়ত মিষ্টি কুমড়াসহ সকল প্রকার সবজি বীজ রোপন থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, মিষ্টি কুমড়া ক্ষেতের পরিস্থিতি খুব ভালো। যদি কোন প্রাকৃতিক দূর্যোগ, কীট-পতঙ্গের আক্রমণ তথা আবহাওয়া যদি অনুক‚লে থাকে তাহলে মিষ্টি কুমড়ার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |