আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৭
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে আকাশ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আকাশ উপজেলার ইসলামগাঁথী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরপাড়ে মুরগির খামারে কাজ করতো। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই খামারের মালিক তাকে খামারের কাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর আর সে বাড়ি ফিরেনি। গতকাল বুধবার সকালে লোকজন পুকুরপাড়ের একটি গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে সংবাদ দেন। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন।
এদিকে এ লাশ নিয়ে এলাকায় চলছে ব্যাপক গুঞ্জন। আকাশের পিতার অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে সে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। আপাতত ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোট ও পরিবারের অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |