আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪২
মনির হোসেন জীবন- রাজধানীতে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে আন্তর্জাতিক প্রতারক চক্রের মূলহোতা দুই নাইজেরিয়া নাগরিকসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এদের মধ্যে একজন নারী ও রয়েছেন। র্যাব বলছে, বিদেশ থেকে অতি মূল্যবান পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে অভিনব পদ্ধতিতে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ কৌশলে হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি। গ্রেফতারকৃতরা হলেন, এ চক্রের মুলহোতা CHARLES IFENNADE UDEZUE (চার্লস ইফেনাড উডেজু) (২৭), FRANK COCO OBIERKS ( ফ্রাঙ্ক কোকো ওবায়র্কস) (৩৫), উভয়ের দেশ নাইজেরিয়া। মো: শফি মোল্লা (৩৬) ও মোছাঃ মৌসুমি খাতুন (২৭)। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ কমান্ডিং অফিসার (অধিনায়ক) এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর সহকারী পরিচালক ও এএসপি (মিডিয়া) এনায়েত কবির সোয়েবসহ র্যাবের অন্যান্য উধর্বতন কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন। মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, বুূধবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা, বসুন্ধারা আবাসিক এলাকা এবং কদমতলী থানার শামীমবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে র্যাব-১০। তিনি জানান, এসময় তাদের নিকট থেকে ১টি মোটর সাইকেল, প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোনসহ প্রতারনার কাজে ব্যবহৃত ভুয়া ইনভয়েস উদ্ধার করা হয়। র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে বিভিন্ন প্রোফাইল ঘেটে ঘেটে ব্যবসয়ী, চাকরিজীবী উচ্চবিত্তসহ সহজ সরল মানুষকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। ভিকটিমদের কাছে নিজেকে পশ্চিমা বিশ্বের একটি উন্নত দেশের ধনী ব্যক্তি হিসাবে পরিচয় দিয়ে ভিকটিম’কে তার প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। অতঃপর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য একটি উপহার পাঠাতে চায়। ভিকটিমের অনিচ্ছা সত্বেও উপহারের মিথ্যা নাটক তৈরি করে প্রতারক চক্রের এক সদস্য কাস্টমস অফিসার সেজে ভিকটিমকে ফোন করে। পরবতীতে ভিকটিম বন্ধুত্বের মান রাখতে ওই পার্সেল গ্রহন করার জন্য প্রতারক চক্রটিকে বিপুল পরিমাণ টাকা দিতে বাধ্য হয়। এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে বিভিন্ন প্রোফাইল ঘেটে ঘেটে ব্যবসয়ী, চাকরিজীবী উচ্চবিত্তসহ সহজ সরল মানুষকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। ভিকটিমদের কাছে নিজেকে পশ্চিমা বিশ্বের একটি উন্নত দেশের ধনী ব্যক্তি হিসাবে পরিচয় দিয়ে ভিকটিম’কে তার প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এভাবে তারা প্রতারনার মাধ্যমে বিপুল পরিমান টাকা অভিনব কায়দায় হাতিয়ে নিয়ে আত্নসাত করে আসছিল বলে স্বীকার করেছেন। র্যাব-১০ এর অধিনায়ক বলেন, গ্রেফতারকৃত আন্তর্জাতিক প্রতারক চক্রের দিই বিদেশী নাগরিকেরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে গার্মেন্টস ব্যবসাসহ বিভিন্ন পেশা শুরু করে। গার্মেন্টস ব্যবসার আড়ালে তারা বাংলাদেশী সহযোগিদের নিয়ে এ অভিনব প্রতারণার সাথে জড়িয়ে পড়েন। র্যাব বলছে, ইতিপূর্বে নাইজেরিয়া নাগরিক চার্লস ইফেনাড উডেজু এর নামে মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত মৌসুমি ও শফি আন্তর্জাতিক অপরাধ চক্রের বাংলাদেশী সদস্য। মূলত তাদের মাধ্যমেই এই প্রতারক চক্রের বিদেশী নাগরিকরা ভিকটিম সংগ্রহ, বন্ধুত্ব স্থাপন, কাস্টমস্ অফিসার পরিচয় এবং শেষে অর্থ সংগ্রহ করে আসছিল। সংবাদ সম্মেলনে র্যাবের এ কর্মকর্তা বলেন, মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানা এলাকায় বসবাসরত একজন নারী (২৬) এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম (ইনস্টাগ্রাম) এ বিদেশী এক ব্যক্তির সাথে পরিচয় হয়। এরপর আটক প্রতারক চক্রের সদস্যরা তার নিকট থেকে পার্সেল পাঠানোর নামে গত ১৭ ও ১৮ মে সহ বিভিন্ন সময়ে কৌশলে এক লাখ ৩ হাজার ৩২০ টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগী র্যাবের কাছে অভিযোগ করেছেন। গ্রেফতারকৃত চার্লস ইফেনাড উডেজু জানান, ২০১৯ সালে ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসে। মাদক মামলায় তার পাসপোর্ট কোর্ট জব্দ রয়েছে। পরবর্তীতে সে পলাতক থেকে কাপড়ের ব্যবসার শুরু করে। বাংলাদেশ থেকে কাপড় কিনে নাইজেরিয়াতে রপ্তানি করতো এবং বিভিন্ন জায়গায় নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী বলে পরিচয় দেয়। সে এই আন্তর্জাতিক প্রতারক চক্রের মূলহোতা। কাপড়ের ব্যবসার আড়ালে সে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, এছাড়া ফ্রাঙ্ক কোকো ওবায়র্কস ২০২১ সালে ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসে। গ্রেফতারকৃত শফি মোল্লা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তারা মিলে বেশ কিছুদিন যাবৎ রাজধানীর বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা করত। ওই ব্যবসার আড়ালে শফি মোল্লা প্রতারক চক্রটির বাংলাদেশী সহযোগি হিসেবে কাজ করত। সে ভিকটিমদেরকে ফোন করে তাদের নামে বিমানবন্দরে পার্সেল এসেছে বলে পার্সেল ডেলিভারি ম্যান চার্জ হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এছাড়া গ্রেফতারকৃত মোছাঃ মৌসুমি খাতুন (২৭), ময়মনসিংহ জেলার বাসিন্দা। গত ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |