আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫১
কামরুল হাসান বাবলু :-গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরাত এ্যায়ারলাইন্স-৮৫৪ এর বাংলাদেশি দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে পেস্ট ও বারসহ তিন কেজি স্বর্ণ জব্দ করা হয় ।রাজধানীর বিমান বন্দর থানায় গতকাল বিমানবন্দর কাস্টমস হাউজ এর সহকারী-রাজস্ব কর্মকর্তা এ কে এম আমিনুর রশিদ বাদী হয়ে মামলা করে ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে আরও তথ্য উদঘাঠন এর জন্য আজ রবিবার দুই জনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মনজুর করেন । এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুমন চন্দ্র দাস ।বর্তমানে তারা বিমানবন্দর থানা হেফাজতে রয়েছে।মামলা নাম্বার ১৬/১০/২০২২ইং.
আটক দুই যাত্রী হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ায় জেলার আখাউড়া থানার চাঁদপুর গ্রামের হামদু মিয়ার পুত্র সুমন (৪১) ও থানা বি-বাড়িয়ার দক্ষিণ মোরাইল গ্রামের হারুনুর রশিদের পুত্র আমিন-অর-রশীদ (২১)। গত শুক্রবার দিবাগত রাত ১২-৩০ মিনিটে তারা দুবাই থেকে এ্যামিরেটস এয়ারলাইন্স এর ৮৫৪ নং ফ্লাইট এ বাংলাদেশে আসে।
কাস্টম হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। অভিযুক্তরা স্বর্ণ বহনের বিষয়ে প্রয়োজনীয় নথি প্রদর্শন করতে পারেনি। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু করে বিমানবন্দরের কাস্টমস হাউজ এর সহকারী-রাজস্ব কর্মকর্তা এ কে এম আমিনুর রশিদ ।
এদিকে গ্রেফতার এর আগে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুই যাত্রীর নিকট স্বর্ণ আছে ।পরে কাস্টম প্রিভেন্টিভ টিম ,এন এস আই ও এপিবিএন কর্তৃপক্ষ যৌথ ভাবে তাদেরকে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফ্লাইটের ভিতর থেকে গ্রেফতার করে ।যাত্রী দুই জনের সিট ৩৫-ডি ও ৩৫-জি এর নিচ থেকে স্কচ টেপ দিয়ে মোড়ানো ১০ টি ছোট ছোট প্যাকেট উদ্ধার করে ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |