“ আপনারা জোর করে ক্ষমতায় বসে আছেন, ভোট ছাড়া ক্ষমতা দখল করে আছেন:ইকবাল হাসান মাহমুদ টুকু
“ আপনারা জোর করে ক্ষমতায় বসে আছেন, ভোট ছাড়া ক্ষমতা দখল করে আছেন:ইকবাল হাসান মাহমুদ টুকু
প্রকাশ: ১০ আগস্ট, ২০২১ ৯:২২ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি করোনা টিকার নয়, সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
সরকারের মন্ত্রী-নেতাদের বক্তব্যের প্রতি ইংগিত করে মঙ্গলবার দুপুরে বিএনপির করোনা পর্যবেক্ষন জাতীয় কমিটির আহবায়ক স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।
তিনি বলেন, “ টিকা নিতে একজনের পাশে একজন স্বাস্থ্য বিধি না মেনে লাইনে দাঁড়িয়ে আছে। তাতে করোনা বিস্তার ব্যবস্থা করা হচ্ছে। আমরা সেটার বিরোধিতা করছি, সমালোচনা করছি। আপনারা বেশি বেশি করে বুথ খুলতেন তাতে লোকের চাপ কমতো। তাতো করেননি আপনারা।”
“ এখন পর্যন্ত আমরা জানি না যে, দেশে আমি যদি ৭০% লোককে দুই ডোজ টিকা দেই আমরা যে লে ২৫ কোটি ডোজ টিকা লাগবে-সেটার কী অবস্থা। পাইপলাইনে কী অবস্থা, কবে কোনটা আসছে, কত স্টক আছে-দেশের মানুষ কিছু জানে না। সব আন্দাজি তারা বলতেছে। আমরা এগুলো নিয়ে সমালোচনা করি। টিকার বিরুদ্ধে আমরা-এটা না।”
দেশের সকল মানুষের জন্য টিকা কবে আসবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ জনসমক্ষে প্রকাশের জন্য সরকারের প্রতি আহবানও জানান টুকু।
তিনি বলেন, “ আপনারা জোর করে ক্ষমতায় বসে আছেন, ভোট ছাড়া ক্ষমতা দখল করে আছেন। যারা ক্ষমতায় বসিয়েছে তাদের ওপর ভর করে আপনারা জনগনকে মাইনাস করবেন-এটা হতে পারে না।এদেশের জনগন একদিন জবাব দেবে। অতীতে বাংলাদেশের জনগন জবাব দিয়েছে।”
“ এককালে একটা গান নবীন ছাত্র-ছাত্রীরা বলতো, তোমার বিচার করবে যারা আজ জেগে্ছে সেই জনতা। এটা বাংলাদেশে হবে। আইয়ুব খান, ইয়াহিয়া খানের সময়ে হয়েছে যুগে যুগে হয়েছে। আজকে যেভাবে হচ্ছে জনতা একদিন জাগবেই। এই সরকারকে উত্তর দিতে হবে।”
টুকু বলেন, “ বিএনপি বিরোধী দলে, জনগনের পাশে থাকবে, তাদের সহযোগিতা করার চেষ্টা করবে-এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের রাজনীতি, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি। আমরা তাদের সৈনিক হিসেবে সেই কাজটাই করে যাচ্ছি।”
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার ও ঔষধসামগ্রি বিতরণ উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠান হয়।
সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, ফরিদপুরের মোদাচ্ছির আলী ইসা, মাহবুবুল হাসান পিন্টু, খন্দকার নাসিরুল হক নাসির প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।
‘মৃত্যুপুরীতে নিপতিত করা হচ্ছে’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ আজকের বিভিন্ন গণমাধ্যমের খবর হচ্ছে, খুলনা বিভাগে আজকে প্রায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে, ২৪ জন লোক মারা গেছে, রংপুর বিভাগে প্রায় ১৯ জন লোক মারা গেছে। এটি সরকারি পরিসংখ্যান। বেসরকারি পরিসংখ্যান আরো বেশি।যদি একটা বিভাগে একদিনে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়, তাহলে সারা দেশের কি অবস্থা।একটা ভয়ংকর মৃত্যুপুরীর ভেতরে বাংলাদেশকে নিপতিত করা হচ্ছে।”
“ আর গলাবাজী করছেন মন্ত্রীরা। মন্ত্রীদেরকে ছেড়ে দেয়া হয়েছে যে, এব্যাপারে কেউ যেন কথা বলতে না পারে। তোমরা সেই দিকটা লক্ষ্য রেখো, পাল্টা বলা শুরু করবে।যেমন সরকারের অন্যায়, সরকারের নানা ধরনের গুম-খুন-বিচারবর্হিভূত হত্যা, লুটপাট, টাকা পাঁচার ইত্যাদির বিরুদ্ধে কথা বলতে গেলেই তারা যেমন নানা ধরনের কালাকানুনের বৃত্তে তাকে আটকিয়ে রাখা হয়। এখন করোনার এই অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে গেলেও মন্ত্রীরা সেই অবস্থান নিচ্ছেন। গতকাল তথ্য মন্ত্রী বলেছেন, এরকম বিরুদ্ধাচারণ করলে পরে তাদেরকে শাস্তি পেতে হবে, আওয়ামী গতির সাথে না চললে তাকে শাস্তি পেতে হবে।”
তিনি বলেন, “ সরকার এতো বড় বড় কথা বলেন। ছবিতে বড় বড় ফ্লাইওভার, উড়াল সেতু, দোতলা-তিনতলা রাস্তার ছবি দেখান যে, উন্নয়নে ভেসে যাচ্ছে। একেবারে প্রবল উন্নয়নে বাংলাদেশ সয়লাম-এসব উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি।”
কিন্তু করোনার মতো মহামারী মোকাবিলা করার মতো যোগ্যতা যে সরকারের নাই, সেই সরকারের এই সমস্ত গালগল্প শুনে মানুষের মনকে ভেজানোর যে চেষ্টা করছে, এটাতে মানুষের মন ভেজে না সেই বোধটুকু এই সরকারের নাই।”
এর আগে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রি বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
কাপাসিয়া উপজেলার সভাপতি খলিলুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও সদস্য রাশেদুল হকের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, মজিবুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান প্রমূখ বক্তব্য রাখেন।