আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০০
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে: জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন’র মনোনয়ন বাতিল করার পর তিনি যথা নিয়মে নির্বাচন কমিশ বরাবর আপিল করেছিলেন। নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনেই তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি।
নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করছেন।
এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার আনন্দে অনেকেই নির্বাচন কমিশন মাঠে স্লোগান দিয়েছেন এবং উচ্ছ্বাস ও প্রকাশ করছেন।
এর আগে গত ৩ ডিসেম্বর রোববার চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়নপত্রের সাথে জমা দেয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে ত্রুটিপূর্ণতার অভিযোগে মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বৈধতা ফিরে পাওয়ার পর গিয়াস উদ্দিন বলেন, আমি প্রথম ধাপে ন্যায় বিচার পেয়েছি। আমি চাই ভোটের মাধ্যমে মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করুক। চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখানকার মানুষের ভালোবাসা এবং তাদের অনুরোধে। আমি বিশ্বাস করি মীরসরাইয়ের আপামর জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।
গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগ’র সদস্য নিয়াজ মোর্শেদ এলিট সাংবাদিকদের জানান, আমি আশা করছি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং এ নির্বাচনে জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য, এই মীরসরাই আসনে বর্তমান আওয়ামী দলীয় এমপি ও সাবেক মন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আগামী নির্বাচনে তিনি সরে দাড়িয়ে তার ব্যবসায়ীক পুত্র মাহবুবুর রহমান রুহেলকে মনোনয়ন পাইয়ে দেন।
অবশ্য আলহাজ্ব গিয়াস উদ্দিন দলীয় ভাবে মনোনয়ন চেয়ে বঞ্চিত হন।
কিন্তু, আওয়ামী লীগের এক অংশ তা মানতে নারাজ হওয়ার কারণে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেক দলীয় নেতা-কর্মীদের অনুরোধে তিনি দলীয় ভাবে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে তার সেই মনোনয়ন বাতিল করে দেয়া হলে তিনি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যথাযথ ভাবে আপিল করেন।
তিনি শেষ পর্যন্ত সেই আপিলে টিকবেন কি না তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয় শুধু মীরসরাই আসন এলাকাতে নয় বরং পুরো চট্টগ্রাম ব্যাপী। অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গিয়াস উদ্দিন তার নির্বাচন করার বৈধতা ফিরিয়ে নিয়ে নির্বাচনী আসনে ফিরে আসতেছেন।
আর তাতে মীরসরাই আওয়ামী লীগের একাংশের মাঝে আনন্দের বন্যা ও বইয়ে যাওয়ার উপক্রম হওয়ার দৃশ্য ও পরিস্ফুটিত হতে দেখা যাচ্ছে।
এখন সবার দৃষ্টি দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত সহ অপরাপর রাজনৈতিক দল বিহীন নির্বাচনী মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কেমন নির্বাচনী খেলা জমে উঠে তা দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে রয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |