আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৯
আফগানিস্তানকে ১ উইকেট হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান। শারজায় ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ১৮ রানের মধ্যে সাজঘরে ফিরে যান অধিনায়ক বাবর আজম আর ফখর জামান। ইনিংসের দ্বিতীয় বলেই বাবরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ফজলহক ফারুকি। আফগান পেসারের বলে গোল্ডেন ডাকে ফেরেন এশিয়া কাপে এখন পর্যন্ত সুবিধা করতে না পারা পাকিস্তান অধিনায়ক।
চতুর্থ ওভারের প্রথম বলে এক রান নিতে গিয়ে ননস্ট্রাইকে রানআউট হন ফখর জামান (৯ বলে ৫)। পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৫ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক পর্যায়ে ৮৭ রানে চার উইকেট হারায় তারা। সেখান থেকে জয়ের আশা দেখান শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। ৩৬ রান করা শাদাবকে রশিদ খান এবং নওয়াজকে ফারুকি বিদায় করলে ম্যাচে ফিরে আফগানিস্তান।
আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে ১১ রানের প্রয়োজন হয় পাকিস্তানের। দুই বলে দুই ছক্কা হাকিয়ে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন তরুণ নাসিম শাহ। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এর আগে পাকিস্তানি বোলারদের তোপে ৬ উইকেটে ১২৯ রানেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস।
পাকিস্তান জেতায় ভারত ও আফগানিস্তানের ম্যাচের কোনো মূল্য রইলো না। ১১ই সেপ্টেম্বরের ফাইনালে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর আগে সুপার ফোর-এ মুখোমুখি হবে তারা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |