আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৭
ঢাকা : ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু বলেন, এ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তাকে মানুষ দৌড় সালাউদ্দিন নামেই চিনে। সালাউদ্দিন সাহেবকে এই দৌড়ানি কে দিয়েছে? এই আসনের জনগণই দৌড়ানি দিয়েছে। এবার তাকে আবারও দৌড়ানি দিয়ে ঢাকা-৪ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে।
গত বুধবার দুপুরে ডেমরার ৭০নং ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কাজী মনিরুল ইসলাম মনু আরও বলেন, আমি যদি এমপি হই তাহলে আমার ভাই, বোন, ছেলে, মেয়ের জামাই বা কোনো আত্মীয় কাউকেই ঢাকা-৫ এলাকার কোনো কাজে নাক গলাতে দেখবেন না। কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।
তিনি আরও বলেন, ঢাকা-৫ আসনের অন্তর্গত সব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেতন অর্ধেকে কমিয়ে আনা হবে। প্রতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নতুন করে যে ভর্তি ফি নেওয়া হয়, এমপি নির্বাচিত হলে সেটি নেওয়াও বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |