মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আবারও উগ্রবাদী হামলার হুমকি দেওয়া হয়েছে। হামলার হুমকির শঙ্কায় মার্কিন কংগ্রেসের অধিবেশন এক দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ কারণে সেখানকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ বলেছে, উগ্রবাদী মিলিশিয়ারা ৪ মার্চ ক্যাপিটল হিলে আবার হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্য আসার পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত ৬ জানুয়ারির মতো আবার কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দারা জানতে পেরেছেন একটি উগ্রপন্থী দল এ ভবনে হামলার পরিকল্পনা করছে।
নিরাপত্তা বাহিনী বলছে, কংগ্রেস সদস্যদের ওপর যেকোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। এ ঘটনায় রাজধানী ওয়াশিংটনজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
বিষয়টি প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবারের হাউস অব রিপ্রেজেনটেটিভসের অধিবেশন বাতিল করা হয়। তবে সিনেটে জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ রিলিফ বিলের বিতর্ক চলমান থাকতে পারে।
ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সূত্র ধরে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়, সহিংসতার আশঙ্কায় কংগ্রেসের ৪ মার্চের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনপ্রণেতাদের জানানো হয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে, চিহ্নিত একটি মিলিশিয়া গোষ্ঠী হামলার পরিকল্পনা করছে। কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার জন্য কংগ্রেসের অধিবেশন নিয়ে আগাম পরিকল্পনায় বদল করতে হয়েছে বলে জানানো হয়েছে।
ন্যাশনাল গার্ড, ওয়াশিংটন মেট্রো পুলিশ, ক্যাপিটল পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোর তৎপরতা চলছে ওয়াশিংটন নগরীতে। পুরো নগরী এখন নিরাপত্তার চাদরে ঢাকা।