আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৪
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : জেলার মীরসরাই উপজেলার ১২ নং খইয়াছরা ইউনিয়নের নয় দুয়ারিয়া এলাকার অধিবাসী, নিজেকে অতি চালাক পরিচয় দেয়া ব্যাক্তি, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত এ থাকা মোঃ নুরুন্নবী করিম বাবলু মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এর এক সময় অতি বিরাগ ভাজন হলে ও এখন খোলস পাল্টিয়ে তার ঘনিষ্ঠ জন এ পরিনত হয়েছে! সূত্র জানায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ও উক্ত নুরুন্নবী করিম বাবলু নুরুল আমিন চেয়ারম্যান এর ঘোর বিরোধী ছিলো। এমন কি সে তার বিরোধিতা করতে গিয়ে বলেছিলো- নুরুল আমিন চেয়ারম্যান কে বিএনপি মনোনয়ন দেয়া মানে একটা কলাগাছ কে মনোনয়ন দেয়া সমান কথা। আমি (নুরুন্নবী করিম বাবলু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার ( নুরুল আমিন চেয়ারম্যান) থেকে বেশী ভোট পাবো’ বলে দম্ভোক্তি ও প্রকাশ করেছিলো সে। এমন কি নুরুল আমিন চেয়ারম্যান কে প্রকাশ্যে খারাপ কথা বলতে ও দ্বিধা করেনি সে। অথচ, এখন সে খোলস পাল্টিয়ে নুরুল আমিন চেয়ারম্যান এর কাছের জন এ পরিনত হয়েছে। উক্ত নুরুন্নবী করিম বাবলু ইতোপূর্বে তার নিজ এলাকা মীরসরাই উপজেলা বিএনপির রাজনীতিতে গ্রুপিং কে কাজে লাগিয়ে নিজের অবস্থান তুলে ধরতে আবুধাবি থেকে ছুটে আসে। বিগত সময়ে নিজের এলাকায় কিছু বিতর্কিত কর্মকান্ড পরিচালনা করেছিলো বলে অভিযোগ রয়েছে। আর সে কারণে সে এলাকায় আসতে না পারায় চট্টগ্রাম শহরে বাসা ভাড়া নিয়ে ক’মাস থেকে মীরসরাই বিএনপির রাজনীতিতে কলকাঠি নাড়ানাড়ি করতে থাকে। এতে সাধারণ নেতা-কর্মীরা তার এহেন কর্মকান্ডের প্রতি ত্যাক্ত-বিরক্ত হয়ে উঠার আভাস পেয়ে সে পূনরায় আবুধাবি চলে যায়। আবুধাবি তে ও সে বিএনপির রাজনীতিতে খবরদারি শুরু করার চেষ্টা করে বলে সেখান থেকে দল নিবেদিত কয়েকজন এ প্রতিবেদক কে জানান দেন। অবশেষে সেখানে ও বিএনপির রাজনীতিতে নিজেকে দাড় করাতে ব্যর্থ হয়ে সুযোগের সদ্ব্যবহার করতে ‘মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’কে ঢাল তলোয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে থাকে। এতে ও সেখানে থাকা দল নেতা-কর্মীরা তাকে তিরস্কার করে। এক পর্যায়ে তাকে সেখানকার ‘জাতীয়তাবাদী ফোরাম’ থেকে তাকে বহিস্কার করে দল নিবেদিতরা নতুন একটা কমিটি করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে যেতে থাকে। এতে করে সে ওই নতুন কমিটির ওপর রুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেখানকার বিএনপি ও ‘মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র সাংগঠনিক কাজে বাধা হয়ে দাড়ায়। এতে ও সে সুবিধা করে উঠতে না পারার কারণে শেষান্তে মীরসরাই উপজেলা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির রাজনীতিতে একটা অবস্থানে থাকা নুরুল আমিন চেয়ারম্যান এর কাছে ঘেঁষে তার নিজের ফায়দা লুঠের চেষ্টা চালিয়ে যেতে থাকে। ইতিপূর্বে তার এহেন কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়ে লেখার কারণে উক্ত নুরুন্নবী করিম বাবলু এ প্রতিবেদকের বিরুদ্ধে লেগে পড়ে। সে তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি ও দিতে থাকে। অবশেষে গত কয়েক দিন পূর্বে উক্ত নুরুন্নবী করিম বাবলু তার ফেইজবুক আইডি ( মোঃ নুরুন্নবী করিম বাবলু) থেকে বিএনপির একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার মীরসরাই উপজেলা য় দায়িত্বে নিয়োজিত নিজস্ব প্রতিনিধি এবং বিএনপি সমর্থিত জাতীয় অনলাইন দৈনিক ‘বিডি দিনকাল’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এম, এ কাশেম এর হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করে ২০ হাজার টাকা দেয়ার ঘোষণা ও দিয়ে থাকে। এদিকে দীর্ঘদিন যেই নুরুল আমিন চেয়ারম্যান এর বিরোধিতা করে আসা ব্যাক্তি নুরুন্নবী করিম বাবলু এখন সেই নুরুল আমিন চেয়ারম্যান এর যেনো অতি নিকটজন এ পরিনত হয়ে গেছে। গতকাল নুরুল আমিন চেয়ারম্যান ১০দিনের এক সফরে আবুধাবিতে গেলে উক্ত নুরুন্নবী করিম বাবলু তার সহযোগীরা তাকে স্বাগত জানানোর দৃশ্য মঞ্চায়ন করে তার ভিডিও চিত্র ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে দেয়ায় মীরসরাই বিএনপি’র সাধারণ নেতা-কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
বিএনপির রাজনীততে সাইনবোর্ড ব্যবহার করে নিজের সুবিধা লুঠার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি উক্ত নুরুন্নবী করিম বাবলু’র অপর রাজনীতি থেকে সতর্ক থাকার জন্য দল নিবেদিত নেতা-কর্মীরা সকল বিএনপির নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |