আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৭
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে । এ কষ্টের জন্য বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী ।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। এখন বৈশ্বিক কারণ তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।’
টিপু মুনশি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, কখনো কখনো খারাপ সময় থাকে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। তিনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন, যাতে আমাদের সমস্যা না হয়।’
সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কি না–জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের খবর দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই।’ তবে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।
আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সয়াবিন তেলের বিষয়টি আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। খুব শিগগিরই পুরো বিষয়টি পর্যালোচনা করে তারা সয়াবিন তেলের দাম নির্ধারণ করবে।’
বাজারে চিনির সংকট নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে টিপু মুনশি বলেন, অনেক চিনি গুদামে পড়ে আছে, সেটি প্রক্রিয়াজাত করতে পারলে বাজারে আসবে। গ্যাসের সমস্যা সমাধান হলে এটি প্রক্রিয়াজাত করা যাবে। যারা গ্যাসের বিষয়টি দেখেন তারা বলছেন পরিস্থিতির উন্নয়ন ঘটছে।
চলমান বিদ্যুৎ সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের অবস্থা উন্নতি হবে, ভয় পাওয়ার কিছু নেই।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |