আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:১৭
কামরুল হাসান বাবলু:- বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড:খন্দকার মোশাররফ হোসেন ,বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও চেরপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমান উল্লাহ আমান ,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
ড:মোশাররফ হোসেন সহ উত্তর বিএনপির নেতৃদ্বয় ডাক্তারদের সাথে যোগাযোগ করে খালেদা জিয়ার খোঁজ খবর নেন। নানা বিষয়ে অবহিত হন । নেতৃবৃন্দ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন । সর্বস্তরের নেতাকর্মী এবং দেশের জনগণের কাছে বিনীত অনুরোধ করে বলেছেন নেত্রীর সুস্থতায় বিশেষ দোয়া করার জন্য ।
আজ সকালে উত্তর বিএনপির পল্লবী জোনের আওতাধীন পল্লবী, রুপনগর, ভাষানটেক, থানার অন্তর্গত ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ।সেই সম্মেলন সংক্ষিপ্ত করে আহ্বায়ক আমান ও সদস্য সচিব আমিনুলকে সাথে করে সোজা হাসপাতালে উপস্থিত হন ড:খন্দকার মোশাররফ হোসেন ।এই সময় নেতৃবৃন্দদের সাথে উত্তর বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।।
উল্লেখ্য শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডামের (খালেদা জিয়া) এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |