বিডি দিনকাল ডেস্ক:- ১৬ ডিসেম্বর ‘৯১ দৈনিক বাংলা বিজয় দিবস সংখ্যায় ‘যেন এক দুঃসময়’শিরোনামে একটি দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার। ওই সাক্ষাৎকারে ড. ওয়াজেদ মিয়া জানিয়েছিলেন, ‘২৭ মার্চ ‘৭১ সাত মসজিদের বাসা থেকে মালিবাগ চৌধুরীপাড়ায় বন্ধু মোজাম্মেল হকের বাসায় আশ্রয় নিয়েছিলাম। তবে ওই বাসায় মাত্র একটি কক্ষ খালি থাকায় আমরা দুটি ভাগে ভাগ হই। শেখ মুজিবের ফুফাত ভাই মোমিনুল হক খোকা বেগম মুজিব, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেলকে নিয়ে চলে যান ওয়ারীতে তার শ্বশুরবাড়িতে। আর আমি শেখ হাসিনা ও শেখ শহীদের ছোট বোন জেলিকে নিয়ে চলে যাই মালিবাগের বাসায়। বাসাটি ছিল মালিবাগ চৌধুরীপাড়া ঝিলের কাছে। ওই বাসায় ২৭ মার্চ ‘৭১ বেলা দুটায় আমরা পৌঁছি। এর কয়েক ঘণ্টা পর বন্ধু ড. মোজাম্মেল হক আমাকে ডেকে বললেন, রেডিওতে মেজর জিয়া নামে একজনের ভাষণ শোনা যাচ্ছে। তিনি বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণা দিচ্ছেন। আমি ও শেখ হাসিনা গিয়ে জিয়ার সেই ঘোষণা শুনলাম।’