আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:১১
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। কারও কাছে মাথা নত করি না, মাথা নত করবো না। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন বিদেশে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে তখন আসতে দেয়নি। মঙ্গলবার বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। আওয়ামী লীগের সভাপতি বলেন, দেশের মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে।
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাকিব বলেছে, সে বক্তব্য দিতে পারে না। আমি বলেছি, তোমার বক্তব্য দেয়ার দরকার নেই। তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, বল করে উইকেট ফেলে দিতে পারো।এবার ইলেকশনেও ছক্কা মেরে দিও। আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে।
শেখ হাসিনা বলেন, আমাদের কথা হচ্ছে- আধুনিক প্রযুক্তির শিক্ষা আমাদের ছেলে-মেয়েদের নিতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে চাই। আমাদের সাক্ষরতার হার যা আমি ৬৫.৫ শতাংশে রেখে গিয়েছিলাম ২০০১ সালে, খালেদা জিয়া এসে তা কমিয়ে দিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, টাকা দিয়ে মানুষ কেনা যায় না। টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কেউ কিনতে পারবে না। কিছু লোকজন যাদের নর্দমা থেকে তুলে এনে ব্যবসা করতে দিয়েছি, তাদের অর্থ আয় করার ব্যবস্থা করতে দিয়েছি। কিন্তু তারা এই টাকা দিয়ে জনগণকে কিনতে চায়। টাকা দিয়ে সব কেনা যায় না। নৌকা মার্কা, এই নৌকা মার্কা নূহ নবীর নৌকা মানবজাতিকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল। মহান মুক্তিযুদ্ধে ভোটের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এই নৌকা মার্কা। এই নৌকা মার্কা ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নতি হয়। অস্ত্র হাতে নিয়ে অবৈধভাবে সংবিধান লংঘনকারীরা ক্ষমতায় আসলে দেশের কোন উন্নয়ন হয় নাই। হয়েছে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে। আজকে বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে, বাংলাদেশের দারিদ্রের হার একচল্লিশ থেকে আঠারোতে নেমে এসেছে এই নৌকায় ভোট দেওয়ার কারণে। এ সময় তিনি জনগণকে নৌকায় ভোট দিতে বলেন।
এর আগে দুপুর ১টার দিকে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে আসেন। ফরিদপুরের বিভিন্ন সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের প্রার্থী, তাদের নেতাকর্মীরা মিছিল করে এই সমাবেশে যোগ দিয়েছেন। সবুজ, খয়েরি, হলুদ, সাদাসহ বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা। সমাবেশ পরিচালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |