আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৪
ডেস্ক : টিকা প্রয়োগের তোড়জোড়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে রুদ্ররূপ ধারণ করেছে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ সংক্রমিত এবং তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ২ হাজার ৯৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ লাখ ৯৯ হাজার ৮৭৫ জন।
যুক্তরাষ্ট্রে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৭১ লাখ ৪৪ হাজার। এখন পর্যন্ত মারা গেছে তিন লাখ ১১ হাজার।
করোনার লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র আরও একটি টিকার অনুমোদন দিতে যাচ্ছে। ফাইজার-বায়োনটেকের টিকা প্রয়োগ শুরুর একদিন পর মডার্নার করোনা টিকা অনুমোদনের ঘোষণা দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের বড় ধরনের প্রভাব পড়েছে লাতিন আমেরিকা ও ইউরোপের দেশগুলোতেও। এসব দেশে সংক্রমণ এবং মৃত্যু দু’টিই বেড়েছে।
ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রায় ৪৫ হাজার সংক্রমিত এবং ৯০৯ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে ১৫ হাজার সংক্রমণের পাশাপাশি সাড়ে আটশ’র মতো মানুষ মারা গেছে। জার্মানিতে ২১ হাজারের বেশি শনাক্ত এবং আটশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৫ লাখ ৮৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ১২ হাজার ৬৩৫ জন। করোনার বৈশ্বিক সংক্রমণ সাত কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ১৬ লাখ ৪১ হাজার ৪৪০ জন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |