ডেস্ক: আর্মেনিয়ার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে এবং এজন্য তাদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে তিনি এই দাবি করেন।
এরদোয়ান বলেন, আর্মেনিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছে। তারা শহর, গ্রাম, মসজিদ ধ্বংস করেছে। তাই তাদের বিচার হওয়া উচিত। আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে বরাবরই আজারবাইজানের পক্ষে অবস্থান তুরস্কের। যার ফলে আজারবাইজানের জয় পাওয়া সহজ হয়েছে।
অন্যদিকে এরদোয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করে আজারবাইজানের সেনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া চুক্তি করেছে। ফলে নাগোরনো-কারাবাখের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের কাছে দিয়ে দিতে হয়েছে। যা জয় হিসেবেই দেখছে আজারবাইজান।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |