আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩০
মনির হোসেন জীবন : ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পিরোজপুরের বহুল আলোচিত স্কুল ছাত্র সাদমান সাকিব (১৪) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হাসান নাঈম (৩৯)’কে দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার মোঃ শফিকুল আলম হাওলাদারের পুত্র।
বিগত ২০১৩ইং সালে পিরোজপুর জেলার বহুল আলোচিত স্কুল ছাত্র সাদমান সাকিব ওরফে প্রিন্স হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হাসান নাঈম।
আজ বুধবার দুপুরে র্যাব-২ এর সিনিয়র এএসপি এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য জানান।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০১৩ সালে পিরোজপুর জেলার পিরোজপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র সাদমান সাকিব ওরফে প্রিন্স (১৪)’কে ক্রিকেট খেলা নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পরে আসামিরা ভিকটিমের লাশ গুমের জন্য লাশের সাথে ইট বেঁধে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ভিকটিম সাদমান সাকিব ওরফে প্রিন্স এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। ওই ঘটনার দু’দিন পর নিহত সাদমান সাকিব ওরফে প্রিন্স এর পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি নাজমুল হাসান নাঈমকে মৃত্যুদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গতকাল দুপুরে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |