- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- “আল-জাজিরা”টিভির বিরুদ্ধে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নিন্দা ও ক্ষোভ প্রকাশ
“আল-জাজিরা”টিভির বিরুদ্ধে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নিন্দা ও ক্ষোভ প্রকাশ
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২০ পূর্বাহ্ণ
হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র সংবাদদাতা:গত ৭ ফেরুয়ারী, রবিবার সন্ধ্যা ৭টায় যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় মিথ্যা খবর সম্প্রচারে বিশ্বসেরা মিডিয়া “আল-জাজিরা” বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত , অসত্য ও উদ্ভট প্রতিবেদন প্রচার করায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়। টিভি “আল-জাজিরার” এ অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের নিকট দাবী জানিয়ে প্রস্তাব গ্রহন করা হয়। সভার শুরুতে জাতীর জনক সহ সকল জাতীয় নেতা ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনার সভায় – সভাপতি ছিলেন কায়কোবাদ খান এবং পরিচালনা করেন এ্যাড: শাহ মো: বখতিয়ার !
উক্ত সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন: বীর মুক্তিযোদ্ধা ড: প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীরমুক্তি যোদ্ধা মিজানুর রহমান চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সি বসির উদ্দিন, তোফায়েল আহমেদ চৌধূরী, ইঞ্জিঃ মহম্মদ আলী সিদ্দিকি, এম,এ করিম জাহাংগির, শরীফ কামরুল আলম হিরা, আসাফ মাসুক, শাহনাজ মমতাজ, এম আক্তার হোসেন, সাদেকুল বদরুজজামান পাননা, শাহিন আজমল, এ্যড: নিজাম, জালাল উদ্দিন জলিল ,মনজুর চৌধুরী,নাদের আলী মাষ্টার নাদের, শেখ জামাল হোসেন, শহিদুল ইসলাম ও স্মরন বড়ুয়া প্রমুখ ।
সভায় আলোচকরা উল্লেখ করেন- আল-জাজিরা টিভি চ্যানেলটি মৌলবাদী ও জংগিদের নিউজ মিডিয়া। তাদের হলুদ সাংবাদিকতার জন্য চ্যানেলটি সৌদি আরব,আরব আমিরাত,মিশর, বাহরাইনে প্রচার বন্ধ হয়েছে । ৭১ এর পরাজিত শক্তি জামাত বিএনপির নেতা তারেক জিয়ার অর্থের জোগানে আল জাজিরাকে প্লাটফরম হিসেবে ব্যবহার করা হয়েছে । সরকার পতন, সেনা বাহিনীর মধ্যে অসন্তুষ তৈয়ারীর জন্য সেনা প্রধানের ভাইদের তথাকথিত বেআইনি অর্থ উপাজন ও ক্ষমতা অপব্যবহার কে হাতিয়ার হিসেবে ব্যবহারে -সামী- কয়েকটি কাল্পনিক চরিএ ব্যবহার করে প্রতিবেদনটি তৈরী করা হয়েছে। ডকুমেন্টটি প্রমান বিহীন হওয়ায় “ জাতিসংঘ” তা প্রত্যাখ্যান করেছে বলে জানা যায় ! এই ষড়যন্ত্রের ডিজাইনারের কাজ করেন ‘ডেভিড বার্গম্যান, সহয়োগীতা করেন মেজর জে: সরওয়ারদী, মেজর দেলওয়ার , মেজর শহিদুল ইসলাম এবং সাংবাদিক কনক সরোওয়ার, মাহমুদুর রহমান,তাসমিন খলিল সহ অনেকে – এরা সকলে দেশে সাজা প্রাপ্ত পলাতক আসামী লন্ডন ও যুক্ত রাষ্ট্রে বসবাসরত। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার কথা উল্লেখ করা হয়। গত একদশকে রোহিঙ্গা ইসু সহ দেশের আভ্যন্তরীণ ব্যাপক উন্নয়নে পৃথিবীব্যপী প্রশংসিত। তাই প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার নেওৃএে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। কোন ষড়যন্ত্রই এ গতি রোধ করতে পারবে না।
Please follow and like us:
20 20