- প্রচ্ছদ
-
- সিলেট
- আশুগঞ্জ বাজার উন্নয়নে আমেরিকা প্রবাসী রবিনের অনুদান
আশুগঞ্জ বাজার উন্নয়নে আমেরিকা প্রবাসী রবিনের অনুদান
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী আশুগঞ্জ বাজার উন্নয়ন ও অফিস ভবন নির্মাণে উদীয়মান তরুণ প্রজন্মের অহংকার আমেরিকা প্রবাসী বাজার প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি মরহুম সুনাহর আলী কাঁচা মিয়া মেম্বার এর দৌহিত্র ও ফারুক আহমেদের বড় ছেলে পালের চক নিবাসী রাব্বি আহমদ রবিন নগদ ১০.০০০(দশ হাজার) টাকা অনুদান প্রদান করেন। শুক্রবার ১০ই নভেম্বর তার পক্ষে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তার ছোটভাই রেদওয়ান আহমদ ডালিম বাজার সভাপতি জনাব আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ চুনু মিয়া, উপদেষ্টা চেরাগ আলী যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম অর্থ সম্পাদক মখদ্দুছ আলী সদস্য হাজী ওয়ারিছ আলী,আয়াজ মিয়া ইউপি সদস্য জামাল উদ্দিন আজিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক আব্দুল কাদির, সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুদানের টাকা তুলে দেন।
সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন এলাকার উন্নয়নে এই মহৎ কাজে শরিক হওয়া ও সুভাগ্যের বহিঃপ্রকাশ বটে।আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এলাকার উন্নয়নে মমতার হাত প্রসারিত করে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।আশাকরি ভবিষ্যতে ও এলাকার উন্নয়নে আমাদের সাথে ছায়ামত সহযোগিতার করবেন বলে আমরা বিশ্বাস করি।
আমরা বাজার কমিটি ও এলাকাবাসী আল্লাহতালার সকল প্রবাসীদের প্রবাস জীবনের মঙ্গল ও সুখ সমৃদ্ধি কামনা করি
Please follow and like us:
20 20