আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের সময় ডাকচিৎকারের শব্দ পুলিশ টের পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথ ভাবে ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর থেকে ডেইরী ফার্ম এর মাঝামাঝি এলাকায় বাসটি আটক হয়েছে। এসময় গনধর্ষনের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫), একই এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), একই জেলার ধুপচাচিয়া উপজেলার জিয়ানগর এলাকার সামছুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০), ঢাকার তুরাগ থানাধীন গুলবাগ ইন্দ্রপুর ভাসমান এলাকার নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), নারায়নগঞ্জের বন্দর থানাধীন ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪)। এরা সকলেই তুরাগ থানাধীন কামারপারা ভাসমান এলাকায় ভাড়া বাসায় থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাতো।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়া থানাধীন ডিসি নার্সারির সংলগ্ন ঢাকা অটোব্রিক্সের সামনে মহাসড়কে উপর হঠাৎ করে একটি মিনিবাস থেকে একটি ছেলে ও মহিলা চিৎকার করলে থানার ডিউটিরত মোবাইল ও হাইওয়ে পুলিশ যৌথ ভাবে ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর থেকে ডেইরী ফার্ম এর মাঝামাঝি এলাকায় টিম গাড়ীটি থামায়। এসময় গাড়ীর ভিতরে থাকা ধর্ষীতা মেয়ে জানায়, যে তার বাড়ী লালমনিরহাট। বর্তমানে থাকে নারায়ণগঞ্জ চাষাড়ায় থেকে সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন। শুক্রবার সকালে চাষাড়া হইতে মানিকগঞ্জ বোনের বাসায় বেড়াতে যান। বিকালে পুনরায় চাষাড়া যাওয়ার উদ্দেশ্য নবীনগর আসেন। পরে সেখানে তার পূর্বপরিচিত এলাকার ভাই নাজমুলের সাথে দেখা হয়। এরপর একসাথে তারা টঙ্গী যাওয়ার জন্য নিউ গ্রাম-বাংলা পরিবহন নামের মিনিবাস ঢাকা মেট্রো জ-১১-১৬৪৮ গাড়ীতে উঠেন। পরে মিনিবাসটি আব্দুল্লাহপুর যাওয়ার কিছু আগে মিনিবাসের সব যাত্রী নেমে গেলে ঐ বাসে থাকা মহিলা ও তার পূর্বপরিচিত ছেলেকে নামতে দেয় নাই। পরর্বতীতে ঐ গাড়ীর হেলপারের সাথে আরও চার জন বিভিন্ন জায়গা থেকে উঠে। পরে গাড়ীর ড্রাইভার এবং মহিলার সাথে থাকা ছেলেটি কে আটকিয়ে রেখে হেলপার সহ মোট ছয় জন চলন্ত বাসে ধর্ষণ করে। এ ঘটনায় ভোক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে চলন্ত বাসে নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ভোক্তভোগীর দায়েরকৃত মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। আটকেরা থানা হেফাজতে রয়েছেন । পরে শনিবার তাদের গ্রেফতার দেখিয়ে চার দিনের রিামন্ড আবেদন করে দুপুরে আদালতে পাঠানো হয়। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হচ্ছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |