- প্রচ্ছদ
-
- অপরাধ
- আশুলিয়ায় চিকিৎসকের জমি ক্রয়ে ব্যর্থ হয়ে ভাংচুর ও নির্মাণ সামগ্রী লুট ; থানায় মামলা?
আশুলিয়ায় চিকিৎসকের জমি ক্রয়ে ব্যর্থ হয়ে ভাংচুর ও নির্মাণ সামগ্রী লুট ; থানায় মামলা?
ভুমিদস্যু ও পিস্তল মতিনের ভয়াবহ তান্ডব, আশুলিয়ায় চিকিৎসকের জমি ক্রয়ে ব্যর্থ হয়ে প্রাচীর ভাংচুর ও নির্মান সামগ্রী লুটের অভিযোগ
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২০ ৫:৫৬ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ায় আজিজুল্লাহ নামের এক চিকিৎসকের জমি ক্রয় করতে না পেরে প্রাচীর ভাংচুর ও নির্মান সামগ্রী লুট করার অভিযোগ উঠেছে ভুমিদস্যু মতিন নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ওই চিকিৎসকের কেয়ারটেকার আবুল কালাম বাদী হয়ে গত শুক্রবার রাতে আশুলিয়া থানায় একটি
( ৩২) নং মামলা দায়ের করেছেন।
অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক। তিনি জানান, আজিজুল্লাহর প্রতিবেশি মতিনের সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে মাস্কপড়া কিছু লোকজন এসে প্রাচীর ভেঙ্গে পালিয়ে যায়। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
ডাক্তার আজিজুল্লার কেয়ারটেকার আবুল কালাম জানান, বেশকিছু দিন ধরেই তাদের ক্রয়কৃত জমিটি বিক্রির প্রস্তাব দিয়ে আসছেন মতিন। এতে রাজি না হওয়ায় ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা ভাইস চেয়ারম্যানকে লক্ষ করে গুলি ছুড়েছে পিস্তল মতিনের নেতৃত্বে ৩/৪ জন দুর্বৃত্ত। বিভিন্ন সুত্রে জানা গেছে, মতিনের বিরুদ্ধে আশুলিয়া থানা
ডজন খানেক সাধারণ অভিযোগ ও মামলা রয়েছে। এই মতিন অত্র এলাকায় সাধারণ মানুষসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে চিটারি বাটপারি এবং ক্ষমতার অপব্যবহার করে অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাছাড়া আসে বিভিন্ন জায়গা জমি দখল নিতে সন্ত্রাসীদের ব্যবহার করে থাকে। এই পিস্তল মতিনের বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগীরা বিভিন্ন সময় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। এখনো ওই এলাকার সাধারণ মানুষ গুলো তার ভয়ে আতংকে দিন কাটাচ্ছে। ভুমিদস্যু মতিন ও সেকেন্ড ইন কমান্ড ইয়াছিনসহ ৪/৫ জন সন্ত্রাসী বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এর নামে সাইনবোর্ড লাগিয়ে রহিম খানের জমি দখল করার অভিযোগ রয়েছে।
Please follow and like us:
20 20