আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৩
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ছুটির কথা বলে পাওনাদি পরিশোধ না করে ১৩৮ জন শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে সাউদার্ন ডিজাইনার্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। বকেয়া এক মাসের বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
গতকাল বুধবার সকাল থেকে রাত সারে ৮টা পর্যন্ত আশুলিয়ার জিরাবো এলাকায় সাউদার্ন ডিজাইনার্স লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত ঈদে তাদের মে মাসের বেতন বকেয়া রেখেই ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর ১৩৮ জন শ্রমিককে অবৈধভাবে প্রতারণা করে ছাঁটাই করা হয়। পরে মালিকপক্ষ ও বিজিএমইএ তাদের সাথে বৈঠক করে বকেয়া পরিশোধের জন্য বুধবার ৩০ জুন নির্ধারণ করে দেন। কিন্তু কারখানায় আসলে টাকা জোগার হয়নি বলে নানান তালবাহানা শুরু করেন মালিকপক্ষ। পরে পাওনাদির দাবি জানিয়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে মালিকপক্ষ পুলিশ এনে সেখানে তাদের বাঁধা দেয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে সাউদার্ন ডিজাইনার্স লিমিটেড কারখানার এইচআর ম্যানেজার আজিজুল হক বলেন, বুধবার বকেয়া পরিশোধের কথা থাকলেও ব্যাংকের লেনদেন এবং ক্লোজিংয়ের কারণে আমরা টাকা তুলতে পারিনি। এরপরও আমরা রবিবার দিতে চাইছিলাম। কিন্তু রবিবারও ব্যাংক বন্ধ। তবে আগামী সোমবার শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে দেওয়া হবে। এছাড়া ছাটাই সম্পর্কে তিনি বলেন, ছাটাই করিনি, কারখানায় কাজ না থাকার কারণে দীর্ঘদিন ছুটি দিয়েছিলাম। সেখান থেকে কিছু শ্রমিক আবার নিয়েছি। আর বাকীদেরতো সব পাওনা দিয়েই দিতেছি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |