আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৪
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় আশুলিয়ার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর উদ্দ্যোগে মঙ্গলবার সকালে দক্ষিণ গাজিরচট রশিদ মার্কেট এলাকা থেকে শুরু করে বাইপাইল, জামগড়াসহ বিভিন্ন স্থানে এই আনন্দ মিছিল করেন এবং আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আল-হাজ্জ আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে সোমবার বিকেলে শ্রীপুর হইতে বাইপাইল বাস স্ট্যান্ড হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় এই আনন্দ মিছিল করে মিলাদ মাহফিলের মাধ্যমে শুকরিয়া জ্ঞ্যাপন করে সকলের মাঝে তবারক বিতরন করেন। এসময় আনন্দ মিছিল গুলোতে আশুলিয়া থানাধীন সকল ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লার সবিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ গ্রহন করে।
এসময় উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর আমরা পেয়েছি। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি। মিথ্যাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাজানো ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করারও দাবী জানান তারা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |