- প্রচ্ছদ
-
- অপরাধ
- আশুলিয়ায় শিশু হত্যার ঘটনায় ৭ জন গ্রেফতার
আশুলিয়ায় শিশু হত্যার ঘটনায় ৭ জন গ্রেফতার
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২০ ১০:০৩ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া( ঢাকা ) প্রতিনিধি ঃ আশুলিয়ার পূর্ব কলতাসূতি এলাকায় শিশু আসিফ খান (৭) হত্যাকান্ডের ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় নিহত শিশুর বাবা জুয়েল রানা ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে রাতেই আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়। এরআগে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশ থেকে আসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আসিফ আশুলিয়ার পূর্ব কলতাসূতী এলাকার জুয়েল রানার ছেলে। সে স্থানীয় দি প্যারোজ স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গ্রেফতারকৃতরা হলো, ঢাকার আশুলিয়ার কলতাসূতি এলাকার এখলাস ব্যাপারীর ছেলে রফিকুল ইসলাম ও সুজন, মাদারীপুরের রাজৈর থানাধীন তাতীকান্দা এলাকার মৃত মোখলেস শেখের ছেলে কামাল, জামালপুরের ইসলামপুর পলকান্দা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সম্রাট আকবর, রংপুরের পীরগঞ্জ থানার দশমুরা সাদুল্যাপুরের আমজাদ হোসেনের ছেলে রমজান, রাজবাড়ির পাংশা থানাধীন সাধেরচড় এলাকার মো এখলাসের ছেলে রহিম এবং কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকার মৃত ওয়াদুদের ছেলে মজনু। তারা সকলেই মধ্য বয়সী বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, শিশু আসিফ খান হত্যাকান্ডের ঘটনায় তদন্তে মাঠে নামে পুলিশ। পরে সন্ধ্যায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডে আরো কেউ সম্পৃক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আসিফ গত ১১ অক্টোবর তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর তাদের বাড়ির পাশ থেকে আসিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:
20 20