আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৫
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে বাইপাইল এলাকার বার্ডস গ্রæপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা টানা ৩৬ ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কটিতে দীর্ঘ ৪৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে স্থবির হয়ে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৫ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের নবীনগর থেকে নয়ারহাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কে যানজট দেখা গেছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে নবীনগর থেকে সাভার বাস ষ্ট্যান্ড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ও ঢাকামুখী লেনে বাইশমাইল থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে যানজট রয়েছে। এছাড়া বাইপাইল থেকে জামগড়া ও জিরাবো, এলাকায় প্রায় ১৩কিলোমিটার, নবীনগর থেকে চন্দ্রা ১৭ কিলোমিটারযানজট দেখা দিয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা। রাতেও শ্রমিকরা সড়ক ছাড়েনি। ফলে সোমবার থেকে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত টানা অবরোধে সড়কে তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। এসময় বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অন্যদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। এছাড়া সোমবারে বন্ধ থাকা মন্ডল নিটওয়ার কারখানাটিও খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ওই কারখানার শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে। নিরাপত্তার স্বার্থে কারখানার সামনে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন রয়েছে।আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর জিরাবো ও কাঠগড়া এলাকায় খোঁজ নিয়ে কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। প্রতিটি কারখানার সামনে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় এখনো কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে পলাশবাড়ী স্কাইলাইন গ্রæপ এর শ্রমিকরা পরপর কয়েকবার আন্দোলন করার পর সমাধানে পৌছে বেশ কয়েকদিন স›ুদর পরিবেশে উৎপাদনের কাজ চলছিলো। গত রোববার পুনরায় ওই কারখানার স্টাফরা বিভিন্ন দাবিতে কর্মবিরতী করে আন্দোলন করে। শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানার মালিক সাধারণ ছুটি ঘোষনা করে। ওই কারখানার স্টাফরা আন্দোলন করায় ৯৯ জন স্টাফকে বরখাস্ত করে মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে নোটিশ টাঙ্গিয়ে দেয় এবং নোটিশে উল্লেখ করেন সকল শ্রমিকদের আজ বুধবার কারখানায় কাজে যোগদানের জন্য অনুরোধ করেন।
আশুলিয়া শিল্প-পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় ৫ টি কারখানা বন্ধ আছে এবং ৭ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ, এপিবিএনসহ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
উল্লেখ থাকে, টানা প্রায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় বার্ডস গ্রæপের কয়েকটি পোশাক কারখানা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে যানচলাচল স্থবির হয়ে পড়ে আশুলিয়া ও তার আশপাশের এলাকার সড়কগুলোতে। এতে হাজার হাজার যানবাহন আটকে পড়ায় লক্ষ লক্ষ যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |