আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৫
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুর এলাকায় বৃহস্পতিবার (১১ মার্চ) রাতসাড়ে ৮টার দিকে পোশাক কারখানার এক কর্মকর্তা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। ওই ঘটনায় সড়ক অবরোধ করে ৩ বাসে অগ্নিসংযোগ ও ২০টি বাসে ভাঙ্গচুর করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার কর্মস্থল থেকে বাড়িতে যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে রাস্তা পাড় হওয়ার সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস শামসুল আলমকে চাপা দেয়। পরে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত শামসুল আলম, শারমিন গ্রæপ পোশাক কারখানার এডমিন হিসাবে কর্মরত ছিলেন। এ খবর ওই কারখানাপর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ” শ” শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়কে নেমে অবস্থান নিয়ে প্রথমে অবরোধ করে। পরে আশুলিয়া ক্লাসিক পরিবহনের ৩টি টি গাড়িতে অগ্নি সংযোগ করে এবং ২০/২৫ টি গাড়ি ভাঙচুর করে। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটঁনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক প্রায় ৪ ঘন্টা যানজটে পরিনত হয়েছে। যে কোন অপৃতিকর ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে এবং ঘন্টা খানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ থাকে, আশুলিয়া শিল্পাঞ্চল শ্রমিক ব্যস্ততম এলাকা। নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক এই এলাকায় মিনিটে শ” শ” লোকের চলাচলা ও রাস্তা পারাপার হয়। ওই সড়কের চলাচলরত আশুলিয়া ক্ল্যাসিক, মোহনা, আলিফ, বাদশা, ঠিকানা, লাব্বাইক, ওয়েলকাম, ইতিহাসসহ কয়েকটি ব্যানারের বাস চালকরা বেপরোয়া গতি এবং নির্ধারিত স্থান ছাড়া অবস্থান ও বেপরোয়া গতিতে পাল্লা দিয়ে চলাচল অব্যাহত। ওই সড়ক গুলোর ৫/৬টি পয়েন্টে টিআই নিয়ন্ত্রিত ট্রাফিক বক্স থাকা সত্বেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই পরিবহন গুলো বেপরোয়া গতি ও আইন বহির্বুত যান চলাচল করছে আর ট্রাফিক পুলিশ অদৃশ্য শক্তির কাছে জিম্মি হয়ে নিরবতা পালন করছে। সেই কারনে এতো সড়ক দুর্ঘটনায় ঝড়ে যায় তাজা তাজা প্রান। এতো ব্যস্ততম সড়কে ঘন্টায় ৩০ কিলোমিটার গতিতে চললেও সড়ক দুর্ঘটনার আশংকা থেকে যায়। তাছাড়া ওই পরিবহনের ৮০ শতাংশ চালক অনুমোদিত লাইসেন্স বিহীন যারা ভুয়া কাগজ পত্রাদী সাথে রেখে ট্রাফিক পুলিশকে উৎকোচ দিয়ে যানবাহন চালাচ্ছেন। যাকে বলে শষ্যের মধ্যে ভুতের আছর।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |