আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৬
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি ঃ ঢাকার আশুলিয়ায় সাবেক এক সেনা সদস্যের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে।
বুধবার ভোর রাত সারে ৪টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সেনা সদস্য মো. শাজাহানের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মো. শাজাহান মিয়া জানান, দু’তলা বাড়ির নীচ তলার জানালার গ্রিল কেটে প্রথমে একজন ঘরের ভিতরে ঢুকে দড়জা খুলে দেয়। পরে বাইরে থাকা ডাকাতদলের আরো ১০/১৫জন সদস্য ঘরে ঢুকে । এসময় পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে হাত-মুখ ও চোখ বেধে ঘরের আলমাড়ির লকার ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা সবাই আন্ডারওয়ার ও মুখে মুখোশ পড়া ছিলো। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
্এব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো: জিয়াউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। সেই সাথে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |