- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় একটি সড়ক আরসিসি ঢালাইয়ের উদ্বোধন
আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় একটি সড়ক আরসিসি ঢালাইয়ের উদ্বোধন
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২০ ৯:৫৯ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ার উত্তর গাজিরচট বুরির বাজার এলাকায় ১৪৫০ ফুট লম্বা একটি সড়কের আর সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়।
বুধবার সকালে উত্তর গাজিরচট বুরির বাজার এলাকায় আলমগীর খান এর বাড়ি থেকে ডিইপিজেড মোড় পর্যন্ত ১৪৫০ ফুট লম্বা ১২ফুট প্রসস্থ সড়কের ৬ইঞ্চি উচ্চতা সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়।
মফিজুল ইসলাম মালিকানা এ আর এন্টার প্রাইজ নামক ঠিকাদার কর্তৃক গাজিরচট বুড়ির বাজার এলাকায় আলমগীর খান এর বাড়ি থেকে ডিইপিজেড মোড় পর্যন্ত ১৪৫০ ফুট লম্বা ১২ফুট প্রসস্থ সড়কের ৬ইঞ্চি উচ্চতা সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামীলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান। এসময় তিনি ঘুরে ঘুরে সড়কটির কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সকলকে বলেন জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে এই সড়কটি জনসাধারণের জন্য একটি মাইলফলক উপহার।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার সাধারণ মানুষ চাকরিজীবী মানুষ এই পথ দিয়ে অনেক কষ্ট করে চলাফেরা করেছে এখন এই সড়কটি নির্মাণের ফলে জনসাধারণের চলাচল আনন্দময় হবে। সেই সাথে ধন্যবাদ জানান এই নির্মান কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল উপস্থিত স্থানীয়রা সহযোগিতা করেছেন। এসময় উপস্থিত ছিলেন, এ আর এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী মফিজুল ইসলাম, সিনিয়র সুপাভাইজার মনোয়ার হোসেন মেহেদী মাষ্টার, আলমগীর হোসেন খান, মজিবর রহমান, জালাল মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গরা।
Please follow and like us:
20 20