আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:০৭
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় জয়নাল আবেদিন (৬০) নামের এক বৃদ্ধকে বালিশ চাঁপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাশের বাসার ভাড়াটিয়া রুবেল (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। হত্যার পর থেকে ভাড়াটিয়া রুবেল পলাতক রয়েছে।
শুক্রবার ভোর রাত ৪ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার আব্দুল লতিফ ভান্ডারির ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরের পর কোন এক সময় হত্যাকাÐের এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন রংপুরের পীরগাছা উপজেলার সাতভিটা এলাকার মৃত বাউরা মোনসেরের ছেলে। তিনি অওরিবার নিয়া আশুলিয়ার ভাদাইল এলাকার আব্দুল লতিফ ভান্ডারির ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাত। পলাতক রুবেলের কোন পরিচয় জানা যায়নি।
নিহতের ছেলে সাইফুদ্দিন জানায়, তার বাবা একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে বাসায় খাবার খেয়ে বের হয়ে যান এরপর থেকে আর বাসায় আসেনি। রাত অনেক হয়ে গেলেও ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে তাদের বাসার পাশে রুবেলের রুমে তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে ওই বাসার ম্যানেজারের মাধ্যমে রুবেলের সাথে মোঠোফোনে যোগাযোগ করলে তার কক্ষে ঘুমাচ্ছে জানতে পায় এবং ঘরের জানালা দিয়ে দেখতে পায় খাটের নীচে তার বাবার লাশ পড়ে আছে। পরে রাত তিনটার দিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার বলেন, ডিউটি অফিসারের সংবাদে আমরা ভাদাইলের ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোগ করে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলতে হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মামলা দায়েরও প্রস্তুতি চলছে এবং পলাতক রুবেলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |