- প্রচ্ছদ
-
- অপরাধ
- আশুলিয়ায় অবৈধ পিস্তল সহ গ্রেফতার -২
আশুলিয়ায় অবৈধ পিস্তল সহ গ্রেফতার -২
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার একটি বাঁশ ঝাড়ের নিচে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির সময় পিস্তল সহ – ২ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়া থানার এস আই বিপুল হোসেন ইউসুফ মার্কেট এলাকার একটি বাঁশ ঝাড়ের নিচে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির সময় সজিব ও ফজল নামক ২জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে । অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতকারীরা দৌড়ে পালাতে চেষ্টা করে একজন দৌড়ে পালাতে পারলেও অপর দুইজনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের পরিচয় পাওয়া গেছে, ১ নং আসামীর নাম সজিব পিতাঃ রহুল আমিন বাড়ি সিরাজগঞ্জ ২নং আসামী ফজল পিতাঃ আলম আহমেদ বাড়ি শেরপুর তারা উভয়ই আশুলিয়ার ধনাইদ ইউসুব মার্কেট এলাকায় ভাড়া থাকে। পুলিশ আরো জাননায়, গ্রেফতারকৃত আসামী সজিবের পরিহিত লুঙ্গির ভিতর বাম পাশে লুকানো ছিলো। দেশীও তৈরি পিস্তলটির টিগার ও ফায়ার পিন সচল ছিলো। এবিষয়ে বিস্তারিত জানতে আশুলিয়া থানার ওসি তদন্ত মোঃ মোমিনুল ইসলাম বলেন গ্রেফতারকৃত আসামী সহ তিন জনের নামে অবৈধ অস্ত্র রাখা ও বিক্রির উদ্দেশ্য ছিলো বলে তাদের নামে আস্ত্র আইনে মামলা করে এবং গ্রেফতার কৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
20 20