আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৮
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকার আশুলিয়ায় পরিত্যাক্ত অটোগ্যারেজ থেকে সোমবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউপির রণস্থল এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে আটক করেছে র্যাব-৪।
আটক রবিউল ইসলাম রবি আশুলিয়ার শিমুলিয়া ইউপির রণস্থল এলাকার হাসান আলীর ছেলে এবং শিমুলিয়া ইউনয়ন ছাত্রলীগের সভাপতি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, আশুলিয়ার শিমুলিয়ার এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধ সংঘটনের উদ্যেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রাতেই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবিকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি।
র্যাব-৪ এর কম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, রবি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে,তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি’র বাবা হাসান আলী বাংলাদেশ দিনকালকে জানান, গেল মাসে রবি মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত পরশু দিন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সে নিজে নিজে হাটতে পারে না। তার একটি হাতে এখনো ব্যান্ডেজ অবস্থায় রয়েছে। হাতের পেছনের হাড় ফেটে গেছে। তার শরীরের ডান পাশ মুখ সহ আঘাতপ্রাপ্ত হয়। মুখে প্লাষ্টিক সার্জারিও করা হয়েছে।
তিনি জানান, গতকাল রাতে সে বাড়িতেই তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে তাকে ফোন করে ডেকে নেয়। সে অসুস্থ্য যেতে পারবেনা জানালে তার চাচাতো ভাই জনিকে ফোন করে ডেকে এনে তার সাহায্যে সে বাইরে যায়। পরে পাশেই রবির চাচা কাজী নজরুলের বাড়িতে যায় এবং সেখানে যাওয়ার পর র্যাব ওই বাড়ির পাশের পরিত্যাক্ত একটি অটোগ্যারেজ থেকে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ওই ঘটনায় তার ছেলে রবি এবং ভাতিজা জনিকে আটক করে নিয়ে যায়। এসময় তিনি র্যাব সদস্যদেরকে স্যার সম্ভোধন করে জানতে চান যে, তার ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সেতো অসুস্থ্য। সেখানে উপস্থিত র্যাব সদস্যরা জানান সামনে গিয়েই তাকে ছেড়ে দেওয়া হবে।
রবির বাবা আরো জানান, দীর্ঘদিন ধরেই তার ছোট ভাই নজরুল ইসলামের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধ থেকেই এমন ঘটনা ঘটিয়ে তার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ বাংলাদেশ দিনকালকে জানান, রবি অসুস্থ সে একা হাটতে পারে না। তাকে ঘিরে অস্ত্র সংক্রান্ত বিষয়টি রহস্য ঘেড়া। এমন ঘটনার সে সহ এলাকাবাসী সুষ্ঠ তদন্ত চায়।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |