- প্রচ্ছদ
-
- অপরাধ
- আশুলিয়ায় আঙ্গুল কাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার
আশুলিয়ায় আঙ্গুল কাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২১ ১:০২ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়ায় একটি ড্রেন থেকে হাতের পাঁচ আঙ্গুল কাটা অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার অলিম্পিয়াড ভবনের পাশের ড্রেন থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে নিহতের লাশ ময়ণা তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর আসে পলাশবাড়ী এলাকায় ড্রেনের ভেতর মরদেহ পরে আছে৷ পরে ঘটনা স্থলে গিয়ে সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রশিদ জানান, মরদেহ উদ্ধারের পর আমি আবার ঘটনা স্থলে পরিদর্শনে যায়। নিহত ব্যক্তির হাতের পাঁচ আঙ্গুল কাঁটা রয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় হত্যা করে তাকে ড্রেনের ভেতরে ফেলে দিয়েছে। এছাড়া তার পরিচয় সনাক্তকরণে জন্য বিভিন্ন থানায় ছবিসহ তথ্য পাঠানো হবে বলেও জানান তিনি।
Please follow and like us:
20 20