আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৪
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : আশুলিয়ার ভাদাইল সাধু পাড়া এলাকা থেকে মঙ্গলবার রাত ১১ টার দিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর একটি আভিযানিক দল। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর ডিএডি পুলিশ পরিদর্শক আবুল হোসেন মিয়া জানতে পারেন যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কয়েকজন সদস্য আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থান করে গোপন বৈঠক করছেন। সে তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট রাত ১১ টার দিকে অভিযান পরিচালনা করে নাসির উদ্দিনকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ নাছির উদ্দিন ঝিনাইদহের মহেষপুর থানার শ্যামকুর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে। সে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার রুবেল মাতাব্বরের বাড়ির ভাড়াটিয়া। সে ভাদাইল উত্তর পাড়া সাধু পাড়া হাজী দেলোয়ার হোসেন এর মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। এসময় তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলাম এর বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান সিকদার বলেন, র্যাব ৩ এরসদস্যরা আশুলিয়া থানা নাসির উদ্দীন নামে একজন আসামিকে হস্তান্তর করেছে। সে ভাদাইল সাধু পড়া দেলোয়ার হোসেন দেলুর মসজিদের মুয়াজ্জিন হিসেবে চাকরি করতেন। তার বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গিবাদের সংশ্লৃষ্টতার একটি মামলায় গ্রফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |