আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একই কোম্পানীর তিনটি বাসের রেষারেষিতে ধুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিতে থাকা একই পরিবারের চারজন সহ আহত ৫জনের মধ্যে এক বছর বয়সী শিশু আতকিয়া মারা গেছে। এ ঘটনায় আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে আশুলিয়া থানার এস আই নূর মোহাম্মদ শিশু আতকিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একইদিন বিকেল তিনটার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে আলী নূর পরিবহনের তিনটি যাত্রীবাহী বাসের রেষারেষির ফলে একটি সিএনজি ধুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চারজন সহ আহত হয় ৫ জন।
নিহত আতকিয়া টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার মো: রনি মিয়ার মেয়ে। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মো. রনি ও তার স্ত্রী নাছিমা বেগমসহ আরও দু’জন।
আশুলিয়া থানার এসআই নুর মোহাম্মদ বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে এক বছর বয়সী শিশু আতকিয়া ঢাকার একটি হাসপাতালে মারা যায়। নিহতের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছেন দুজন ও পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দুজন।
এছাড়া ঘটনায় দুটি বাস জব্দ করা হয়েছে। আরেকটি বাস চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার বিকেল তিনটার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে আলী নূর পরিবহনের তিনটি যাত্রীবাহী বাসের রেষারেষির ফলে একটি সিএনজি ধুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চারজন সহ আহত হয় ৫ জন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |