- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
আশুলিয়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে বংশী নদী থেকে টুটুল নামের (৩৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এলাকাবাসী জানায়,রোববার সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের রহিমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে টুটুল বংশী নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে রাতে তার পরিবারের সদস্যরা বংশী নদীতে তার ভাসমান লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়দের বরাত দিয়ে নিহতের পরিবারের সদস্যরা জানায়,ওই যুবককে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি ধাওয়া করলে তিনি নদীতে পড়ে মারা গিয়ে থাকতে পারেন। আশুলিয়া থানা পুলিশ বলছে,নিহতের মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।
Please follow and like us:
20 20