- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আশুলিয়ায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : আশুলিয়ায় একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোরসালিন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোরসালিন সুনামগঞ্জের তাহেরপুর থানার গোলবপুর গ্রামের আজমলের ছেলে। তিনি আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় একটি ব্যাকারী কারখানায় কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, সকালে স্থানীয়রা একটি গাছের ঢালে ওই যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:
20 20