আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫০
সাভার : আশুলিয়ায় এবার টাকা ধার দেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২০) ডেকে এনে গণধর্ষণ এবং ভিডিও ধারনের অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে রাজধানীর মিরপুর, আশুলিয়ার রুস্তমপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার রাজাপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (১৮), আশুলিয়ার রোস্তমপুর এলাকার কৃষ্ণ সাহার ছেলে পাপ্পু সাহা (১৯), একই এলাকার মনোরঞ্জন সাহার ছেলে মিলন (২২), সনাতন সাহার ছেলে জ্যোতির্ময় সাহা (১৯) ও অদম সরকারের ছেলে অন্তর (২০)।
থানা পুলিশ জানায়, আশুলিয়ার রুস্তমপুর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ও অন্তরের সাথে পূর্ব পরিচয় থাকায় গত ২৪ সেপ্টেম্বর রাতে টাকা ধার দেওয়ার কথা বলে ওই গৃহবধূকে মিরপুর থেকে ডেকে আনে তারা। পরে তাকে কৌশলে রুস্তমপুর এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। এসময় সেখানে থাকা তার আরও ৫ বন্ধুসহ ৭ জন মিলে ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি মোবাইলফোনে ধারন করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূর ব্যবহৃত মোবাইলটিও রেখে দেয় ধর্ষণকারীরা। পরবর্তীতে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে গত ২৮ সেপ্টেম্বর ওই গৃহবধূকে ডেকে এনে আবারও গণধর্ষণ করে তারা। এরপরও ধারন করা ধর্ষণের ভিডিও ফাঁস করার কথা বলে তাকে আবারও আশুলিয়ায় আসার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। উপায় না পেয়ে ভুক্তভোগী ওই নারী তার স্বামীকে বিষয়টি খুলে বলে এবং বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পরে ওই নারীর দেওয়া তথ্য মতে রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আব্দুর রাশিদ জানান, ধর্ষণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার এবং ভিডিও উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |