আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৬
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : জুট ব্যবসাকে কেন্দ্র করে আশুলিয়া ভাদাইল এলাকায় যুবলীগ কর্মী ও আওয়ামীলীগ নেতার ছেলে মনিরের কর্মীদের মাঝে গতকাল মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উভয় পক্ষ পাল্টা পাল্টি আশুলিয়া থানায় অভিযোগ করেছে। এক পক্ষের অভিযোগ গ্রহন আরেক পক্ষ অভিযোগ করতে এসে আটক।
স্থানীয় সুত্রে জানা গেছে, পুরাতন ইপিজেডের এক্সপিরিয়েন্স ক্লোথিং লিমিডেট নামে কারখানায় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ঝুট ব্যবসা করে আসছিলো। তবে গত ২৮ ফেব্রæয়ারি কারখানার কর্তৃপক্ষের সাথে স্থানীয় ইউপি মেম্বার সাদেক ভুইয়ার ছেলে মনির হোসেনের ব্যাবসায়ীক চুক্তিবদ্ধ হয়েছে বলে দাবী করেন মনির হোসেন। এ খবর পেয়ে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার এর ২০ থেকে ২৫টি মোটর সাইকেল যোগে ৫০/৬০ জন কর্মীরা ডিইপিজেডের সামনে মহরা দেয়। একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য সাদেক ভুইয়ার ছেলে মনির হোসেনের কর্মীদের উপর হামলা চালায় বলে জানা গেছে। এ খবর ভাদাইল এলাকার স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে যুবলীগের কর্মীদের প্রতিঘাত করার জন্য প্রস্তুতি নেয়। হামলা শেষে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের কর্মীরা মোটর সাইকেল যোগে ভাদাইল এলাকা দিয়ে মহরা দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাদেক ভুইয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মনিরের কর্মীসহ স্থানীয়রা দেশিয় অস্ত্র ও লাঠি সোট্ াদিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে। এসময় ত্রীপক্ষিয় সংঘর্ষ লেগে যায়। এই সংঘর্ষে উভয় পক্ষের শাহিন ও সোহেলসহ অন্তত ১০/১৫ জন আহত হয় এবং ভাঙ্গচুর করা হয় অন্তত ৫/৭ টি মোটরসাইকেল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া পুলিশ। স্থানীয় ইউপি মেম্বার সাদেক ভুইয়ার ছেলে মনির হোসেন ঘটনা ঘাঁর পর থানায় উপস্থিত হইয়া অভিযোগ করতে আসা মাত্র তাকে আটক করেছে পুলিশ। তবে আটক হবার আগে মনির হোসেন দাবী করেন, সকালে ইপিজেড এলাকার সামনে যুবলীগের নেতৃত্তে¡ তার লোকজনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা এক পর্যায়ে ভাদাইল এলাকায় তার বাড়িতে পৌছায়। এসময় হামলা থেকে বাচতে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে এলাকাবাসীদের ডাকলে স্থানীয়রা এসে হামলাকারীদের বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় হামলাকরীরা। না প্রকাশ করা শর্তে কয়েকজন অটো চালক জানান, একদল মোটরসাইকেল আরোহী মহরা দিয়ে যাচ্ছিলো । এ সময় পথে অতর্কিতভাবে একদল যুবক দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। জিবন বাঁচাতে মোটরসাইকেল আরোহীরা দৌড়ে পালায়। এসময় ইউপি সদস্য দাঁড়িয়ে থেকে পড়ে থাকা মোটরসাইকেল গুলোর উপর আঘাত করতে থাকে।
এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আবু সাদেক ভূঁইয়া বলেন, আমার ছেলে মনির পুরাতন ইপিজেডের ভেতরে এক্সপেরিয়েন্স কারখানায় ঝুটের ব্যবসা করে। এ নিয়ে আমার সঙ্গে দ্ব›দ্ব রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহŸায়ক কবির হোসেন সরকার বলেন, আমি দীঘদিন ধরে সেই কারখানার ঝুট বিক্রি করে আসছি । মঙ্গলবার ওই কারখানার মালামাল নামাতে গেলে মেম্বরের লোকজন আমার ছেলেদের ওপর অর্তকিত হামলা করে। আমি বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ করেছি।
এ ব্যাপারে জানার জন্য আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলামের ০১৩২০০৮৯৪০৪ নম্বরের মুঠোফোন্যে ফোন করলে তিনি কলটি রিসিভ করার পর কথা না বলে কেটে দেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল গুলো পিক-আপ ভ্যানে তুলে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |