আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৫
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার পবনার টেক এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ এক ইউনিয়ন যুবলীগ নেতার সংঘবদ্ধ ডাকাত দলের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। এদের মধ্যে একজন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন রয়েছে।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪। এরআগে, শনিবার রাতে আশুলিয়ার পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৪ জানায়, আশুলিয়ার কোন্ডলবাগ এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ০৫ টি হাশুয়া, ০১ টি দা, ০১ টি করাত, ০১ টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ০১ ক্যান বিয়ার, ১১ টি মোবাইল এবং নগদ ১৯,৭২৫/-টাকা সহ ৯ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো- ডাকাত দলের নেতা সানোয়ার হোসেন (৩৮), তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং বাকি সদস্যরা হলো মোঃ সানোয়ার হোসেন পাঁঠান (৩৫), রিপন মিয়া (৩০), মোঃ লিটন রেজা (রাজা) (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮) আরশাফ আলী (৩৪), আল আমিন (২৫) ও মোঃ রোকনুজ্জামান (৩৪)। তারা সবাই পবনারটেক এলাকার বাসিন্দা।
এ ব্যাপার র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক আসামীরা সংঘবদ্ধ দুর্র্ধষ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্র বিশেষে ভোক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতো। তারা অবৈধ মাদক ব্যবসার সাথেও জড়িত। উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম মন্ডল বলেন, ‘অনেক দিন ধরেই সানোয়ার হোসেন কোন সাংগঠনিক কাজে আসতো না। মিছিল মিটিংয়েও তাকে পাওয়া যেত না। হঠাৎ করে আজ শুনলাম তাকে র্যাব আটক করেছে। সিনিয়র নেতাদের কাছে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে শিগগিরই তারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |