আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০৬
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের সর্দারসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার সহ দুটি চাকু উদ্ধার করা হয়।
শনিবার বিকালে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত পলাতক আসামী আটককৃত ডাকাত চক্রের প্রধান ঢাকা জেলার আলী হোসেন ওরফে আলী (৩৮), এই ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা হলো, মানিকগঞ্জের আবুল বাশার (৩০), ইমরান হোসেন (২৩), শরিয়তপুরের নাজির হোসেন (২৬), ঢাকার শুভ (২০), ওয়াহিদ হাসান (৩০) ও রুবেল উদ্দিন (২৮), বরিশালের স্বপন (২৯), মাদারীপুরের মিরাজ হোসেন (৩৫) এবং ঠাকুরগাঁওয়ের শাকিব (২১)।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গত বেশ কিছুদিন ধরে আশুলিয়া থানার কবিরপুর এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দেশীয় অস্ত্র দেখিয়ে সাধারণ পথচারী, রিকশাচালকসহ যাত্রীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুট করে নিচ্ছিলো এবং ক্ষেত্র বিশেষে হত্যার উদ্দেশ্যে যাত্রীদের ছুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানার নবীনগর এলাকায় কয়েকজন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৪ অভিযান চালিয়ে ডাকাত চক্রের সর্দার আলী হোসেন ওরফে আলীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত পলাতক আসামী এবং তার বিরুদ্ধে ডাকাতি-ছিনতাই এবং মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |